ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

২১ দিন পর মুক্ত আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ১২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় কারাবাসে ছিলেন বিএনপির এই নেতা। 
 
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আমীর খসরু।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে রোববার জামিননামা আসে কারাগারে। এটি যাচাই-বাছাই করে আজ আমীর খসরুকে মুক্তি দেয়া হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে আমীর খসরুর ‘ফোনালাপ’ ফাঁস হয়। তাতে উস্কানির অভিযোগে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় গত ২১ অক্টোবর তাকে কারাগারে পাঠায় আদালত।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত